স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আবু বক্কর (রা) সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল হক আমিনীর অপসারন দাবী করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার অনিয়ম ও অনৈতিক আচারনের অভিযোগ এনে শিক্ষার্থীরা মিছিল করে।
জানা যায়, হল সুপার মাওঃ ফজলুল হক আমিনী দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচারন করে আসছিলেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
এব্যাপারে মাদ্রাসার সুপার মাওঃ ফজলুল হক আমিনীর সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টার করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।