সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবার মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে জেডিসি পরীক্ষা কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
আজ মঙ্গলবার প্রকাশিত ফলাফলে এতথ্য পাওয়া গেছে। তবে মাধ্যমিক স্কুল পর্যায়ে জেএসসি পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সুত্র জানান, এবারের জেএসসি পরীক্ষায় জগন্নাথপুরের ৩২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ হাজার ৮শ’ত ২৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৬শত ৭৪ জন জন। জিপিএ-৫ এসেছে ২৫টি। মোট পাশের হার ৯৪.৫২।
অপর দিকে ১৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ৮শত ৭১ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। এরমধ্যে উর্ত্তীণ হয়েছে ৮শত জন। জিপিএ-৫ নেই। পাশের হার ৯১.৮৪।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জগনন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল পর্যায়ে অন্যবছরের তুলনায় ভালো ফলাফল করেছে এবার। মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ না পাওয়ায় আমরা হতাশ হয়েছি।
Leave a Reply