Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক দুটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ইসলাম জীবনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সাজাপ্রাপ্ত ওই আসামি উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে সোমবার রাতে আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সে পৃথক দুটি মাদক মামলার এক বছর করে দুই বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
Exit mobile version