জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যােগে আন্ত:ইউনিয়ন
মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে কাল শুক্রবার।
ওই দিন বিকেল তিনটায় পৌর শহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলার মধ্য দিয়ে প্রথম পর্বের খেলা শুরু হবে।
উদ্বোধনী ম্যাচে অংশ নেবে জগন্নাথপুর পৌরসভা এবং পাইলগাঁও ইউনিয়ন।
আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মাদক বিষয়ে সচেতনতার জন্য আমরা মাদক বিরোধী আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়েজন করেছি।
Leave a Reply