স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে মাদক অভিযানে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম দুলাল মিয়া। তিনি পৌরএলাকার বলবল গ্রামের আলাল মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে পাইলগাঁও ইউনিয়নের বড় কাতিয়া গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।