স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালত এক মাদকাসক্ত ব্যাক্তি কে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবীর বুধবার এ দন্ড প্রদান করেন।
উপজেলা নিবার্হী অফিস সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে থানা পুলিশ পৌর শহরের রানীগঞ্জ রোড এলাকা থেকে হবিবনগর গ্রামের সুরুজ আলী পুত্র ইব্রাহিম মিয়াকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, গ্রেফতারকৃত মাদকাসক্ত ব্যক্তিকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।