Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলাল কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামে এক মাদকাসক্ত ছেলে তার স্ত্রী সন্তানকে মাধরর করে রক্তাক্ত করার ঘটনায় তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বালিকান্দি গ্রামের মৃত আরশ মিয়ার ছেলে কবির মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় রয়েছেন। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের লোকজনকে মারধর করেন। শুক্রবার গভীররাতে মাদকের টাকার জন্য তার অবুঝ মেয়ে তামিনা বেগম (৮) ও স্ত্রী ঝর্না বেগমকে মারধর করে রক্তাক্ত করেন। তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় প্রতিবেশীদের সহায়তায় শনিবার সন্ধ্যায় কবির মিয়ার মা সাবু বেগম ছেলেকে পুলিশে সোর্পদ করেন। জগন্নাথপুর থানার ওসি মুরছালিন জানান, মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোর্পদ করে মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Exit mobile version