স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে শনিবার তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে এক সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। জানা গেছে, শ্রীধরপাশা গ্রামের মাছুম মিয়ার বিলে জগদীশপুর গ্রামের কেনু মিয়া মাছ ধরতে গেলে তাদের মধ্যে শনিবার মোহাম্মদগঞ্জ বাজারে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে কিরন মিয়া(৪৫),সালমান খান(৩৩),খসরু মিয়া(৩৪), খায়রুল আলম (৪২), শিতল মিয়া(২০), কেনু মিয়া(৪০) ও মনু মিয়া(৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Leave a Reply