স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, জগন্নাথপুর পৌরসভা,জগন্নাথপুর প্রেসক্লাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যুৎ বিভাগ,উপজেলা আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠন,জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ অস্হায়ী চেয়ারম্যান আবুল হোসেন লালনের নেতৃত্বে উপজেলা পরিষদ, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল শুভাশীষ ধর ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ,পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম ও প্রকৌশলী সতীশ গোস্বামীর নেতৃত্বে পৌর পরিষদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধরের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেবের নেতৃত্বে জগন্নাথপুর প্রেসক্লাব শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক রেজওয়ান কোরেশি উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। পরে শহীদ মিনারে এক মিনিট নিরবতা পালন করা হয়।