স্টাফ রিপোটার ঃ জগন্নাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, রাতের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার ৩১বার তোপধ্বনি মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন শুরু হয়। এরপর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুরথানা, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর প্রেসক্লাব, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম, বআওয়ামীলীগ , বিএনপি, জাতীয় পার্র্টি উদীচি শিল্পীগোষ্টি, খেলাঘর আসর, গনজাগরণ মঞ্চ, জগন্নাথপুর সরকারি সহকারি প্রাথমিক শিক্ষক সমিতি,শ্রমিকলীগ,মৎস্যজীবিলীগ, নবীবলীগ, বাসুদেববাড়ি আমরা ক জন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় উপজেলা সদরের স্বরূপ চন্দ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আনুষ্টানিকভাবে বিজয় দিবসের কার্যক্রম এর উদ্বোধন করেন। পরে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা শরীর চর্চা প্রর্দশন করেন। সকাল সাড়ে দশটায় আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গনে জগন্নাথপুর আর্ট স্কুলের সহযোগিতায় শিশু কিশোরদের মধ্য চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। দুপুরে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও ধীরেন্দ্র সুত্রধরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ। অনুষ্টানে কবিতা আবৃতি করেন আনসার মিয়া। সংবর্ধনায় অনুষ্টানে সার্বিক সহযোহিতা করেন আনোয়ার হোসেন। সন্ধ্যায় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্টানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
Leave a Reply