স্টাফ রিপোর্টার:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজ মিলানায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকালে কলেজ মাঠে এক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
কলেজের প্রভাষক মো. নিয়াজ আহমেদের পরিচালনায় এতে বক্তব্য দেন, প্রভাষক মো. আব্দুর রউফ, অশেষ কান্তি দে।
এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মো. ফয়সল কবীর, মো. ফজলুল কাদের চৌধুরী, মো. আব্দুল কাহারসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।