Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার::
মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
সোমবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা হয়। পরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয। এরপর যথাক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, পৌরসভা, বিএনপি পরিবার, জগন্নাথপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, শহীদদের বিদেহী মাগফিরাত কামনা করে মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা, বিজয় মেলা, শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতালে রোগিদের উন্নতমানের খাবার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে।

Exit mobile version