স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরশহরের আছাবুন্নেছা জামে মসজিদের দামবক্স চুরির ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যার দিকে শহরের জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের পাশ্বের অবস্থিত ওই মসজিদের এ চুরির ঘটনাটি ঘটেছে।
আছাবুন্নেচ্ছা জামে মসজিদের মোয়াজ্জিন আব্দুল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মাগরিবের নামাজের পর মসজিদের দরজার তালা লাগিয়ে আমি বাহিরে চলে যায়। তখন মসজিদের বারান্দায় কয়েকজন মুসল্লী নামাজ পড়ছিলেন। এশার নামাজের আজান দেওয়ার জন্য মসজিদে এসে দেখি দরজায় লাগানো তালাভেঙে ভেতর থেকে দানবক্স চুরি হয়ে গেছে।
মসজিদের মোতাওয়াল্লী শাহ আলম ভূঁইয়া চুরির সত্যতা নিশ্চিত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৭টার মধ্যে এ চুরির ঘটনাটি ঘটেছে। তবে বক্সে টাকা-পয়সা কত রয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।