স্টাফ রিপোর্টার::জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভূক্তা অধিকার আইনে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী আরিফুর রহমানের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে জগন্নাথপুর পৌর এলাকার টিএনটি অফিসের সামনের বেদখল হওয়া ভূমিতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় লেভেল ছাড়া সোয়াবিন তেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে পৌরপয়েন্টের হাবিব ভেরাইটিজ ষ্টোরের মালিক মোঃ শরিফ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী আরিফুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, টিএনটির সামনের অবৈধ স্থাপনার ১৫টি দোকানঘর উচ্ছেদ ও ভোক্তাঅধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি ভ্রাম্যমান আদালতের অভিযান আরো চলবে বলে জানান।