স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারী)সন্ধ্যায় জগন্নাথপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাবিব ভেরাইটিজ স্টোরে দোকানের সামনে গ্যাসের সিলিন্ডার রাখায় ও খেজুরের গুড়ে মোড়ক না থাকায় ১০ হাজার এবং মা সবজি দোকানিকে বেশি দামে সবজি বিক্রি করায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও বরকত উল্লাহ বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।