Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, সাত ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড, একটি রেস্তুরা সিলগালা

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের সংক্রমনের অজুহাতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা একং মূল্য তালিকা না থাকায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালত সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদÐ প্রদান করেছে।
আজ শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে পৌরশহরের জগন্নাথপুর বাজার ও হাসপাতাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাত ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অভিযোগে মানহা নামে একটি রেস্টুরেন্ট সিলগালা করেছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, করোনাভাইরাসের অনুজাতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে বিক্রি করায় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় সাত ব্যবসায়ীকে অর্থদÐ প্রদান করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version