স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা আপডেট না থাকায় ও বেশি দামে আলু বিক্রি করায় এক হাজার করে দুই দোকানিকে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করণে বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।