স্টাফ রিপোর্টার:: ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় নিবন্ধন ও ছবি তোলা কার্যক্রম উপলক্ষে হালনাগাদ ভোটার তালিকা সমন্ধয় কমিটির এক মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে হালনাগাদ ভোটার তালিকা সমন্ধয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যা মজলুল হক, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার প্রেসক্লাব সভাপতি শংকর রায়, প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ আগষ্ট থেকে ২৩ আগষ্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ২০জন সুপারভাইজার ১২১জন তথ্য সংগ্রহকারী মাঠে কাজ শুরু করেছে। এবার প্রথম বারের মতো ১৫ বছর বয়সী ছেলে মেয়েদের নিবন্ধন করা হচ্ছে। তাদেরকে আইডি কার্ড দেয়া হলেও তারা ভোটার হবে ১৮ বছর পূর্ন হওয়ার পর।