Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার:;
জগন্নাথপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে প্রথম ধাপের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার জগন্নাথপুর সরকারি কলেজে দুই দিনব্যাপি এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণে ১০০ জন প্রিজাইডিং অফিসার ও ৫৫৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার অংশ নেন।
পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে এক হাজার ১১০ জন পোলিং অফিসারকে বৃহস্পতিবার ও শুক্রবার এ প্রশিক্ষণ দেওয়া হবে।
এ বারের উপজেলা পরিষদ নির্বাচনে সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী একটি পৌরসভার ও আটটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৮৯টি।ভোট কক্ষের (পুলিং বুথ) সংখ্যা ৫২৯টি এবং অস্থায়ী সংখ্যা ৭০টি। ভোটার এক লাখ ৮৯ হাজার ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৫ হাজার ৩২৩ জন ও নারী ৯৩ হাজার ৭১৬ জন।
তথ্যটি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, জাতীয় নির্বাচন কমিশনের ২৩ জন নিজস্ব কর্মকর্তা এ মৌলিক প্রশিক্ষণ দেন। আগামী ৩০ ও ৩১ অক্টোবর উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দার মাধ্যমে ইভিএমে ভোট প্রদানের পদ্ধতিতে প্রদর্শন করা হবে। যাতে করে ভোটাররা সঠিকভাবে ভোট প্রদান করতে পারেন।

Exit mobile version