স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই দোকানিকে চার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার দুপুরে অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানে হাত দিয়ে মরচা গুড় বিক্রি করায় মা-বাবার দোয়া গুড়ের দোকানিকে এক হাজার টাকা এবং মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় তানভীর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক আল-আমিন বলেন, অভিযানে প্রত্যেক দোকানিকে পণ্যের প্রতিদিনের ন্যায্য দাম মূল্য তালিকায় লেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করেন তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।