স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই ভায়রার মধ্যে সংঘর্ষে এক ভায়রা নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের দুই ভায়রা বড় ভায়রা আলী হোসেন (৬০) ও ছোট ভায়রা আব্দুল খালিক (৫৫) এর মধ্যে পারিবারিক নানা বিষয়াদি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। সোমবার আলী হোসেনের স্ত্রী ও মেয়েদের সাথে আব্দুল খালিকের স্ত্রী সন্তানের ঝগড়া লাগে। এক পর্যায়ে ওই ঝগড়ায় যোগ দেন আব্দুল খালিক ও আলী হোসেন এসময় আলী হোসেনের উপর্যপুরি কিল ঘুষিতে আব্দুল খালিক আহত হন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। অপরদিকে নিহতের আত্বীয় স্বজনরা জানান,আব্দুল খালিক দীঘদিন ধরে হাটের রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। কেউ বলছেন হাট অ্যাটাকে তিনি মারা গেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়েছি। থানায় এখনও কেউ কোন অভিযোগ দেয়নি।