স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ফাইনাল ম্যাচে নিয়ে পুরোদেশ জুড়ে এখন উৎসব আর আনন্দে ভাসছে। ব্যতিক্রম নয় প্রবাসি অধ্যষিত জগন্নাথপুর উপজেলা। আজকের এই ফাইনাল খেলা উপভোগ করতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মাঠে বড় পর্দায় বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ দেখা হবে।!
রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ ‘জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম’ কে বলেন, আজকের ফাইনাল ম্যাচ কে ঘিরে উম্মাদনায় ভাসছে গোটা দেশ। কমতে নেই আমাদের এখানেও। তরুণদের মাঝে এ উন্মাদনা ছড়িয়ে দিতে বড় পর্দায় বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে।