স্টাফ রিপোর্টার:: ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন অফিসের হেড অফ কনন্সুলার হাসিনা রহমান বলেছেন, ব্রিটিশ ও বাংলাদেশ এর মধ্যে ভ্রাতৃত্বপূর্ন সর্ম্পক রয়েছে। বিশেষ করে সিলেটর জগন্নাথপুরের মানুষের সাথে এ সর্ম্পক দীর্ঘদিনের। কিন্তুু ফোর্স ম্যারিজ একটি ব্যধিতে পরিণত হয়েছে। যেকোন মূল্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ফোর্স ম্যারিজ প্রতিরোধ করতে হবে। তিনি ফোর্স ম্যারিজ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ব্রিটিশের সাথে জগন্নাথপুরবাসীর সুসর্ম্পক অব্যাহত রাখতে সবাইতে এগিয়ে আসার আহ্বান জানান।
সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গনে ফোর্স ম্যারিজ বিষয়ে সচেতনা সৃষ্টিতে আয়োজিত বাউল গান ও সচেতনতামূলক নাটক এর প্রাক্কালে উপস্থিত সুধীজনের উদ্যেশে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, ব্রিটিশ হাই কমিশন কন্সুলার অফিসার রাহিন মঈন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ব্রিটিশ হাই কমিশনের কনন্সুলার ওয়ারডেন্ট প্রভাষক এনামুল কবির, জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু প্রমুখ। পরে ফোর্স ম্যারিজ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে চম্পক সরকারের রচনা ও আমিরুল ইসলাম বাবুর পরিচালনায় সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক কইন্যা পরিবেশিত হয়। এছাড়াও বাউল গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ব্রিটিশ হাই কমিশন ঢাকা অফিস ।
Leave a Reply