স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জোর জগন্নাথপুরে ব্রিটিশ বাংলাদেশী হু’জ হু, সাপ্তাহিক বাংলা মিরর ও অনলাইন পোর্টাল ‘সিলেট মিরর’ এর সম্পাদক এবং জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা আব্দুল করিম গনিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৭টায় অনলাইন পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে জগন্নাথপুর টুয়েন্টিফোর এর উপদেষ্টা জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর টুয়েন্টিফোর এর সম্পাদক অমিত দেবের পরিচালনায় একসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি টিভি চ্যানেল আই’ র বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হু’জ হু সম্পাদক প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গণি। বিশেষ অতিথি দৈনিক সংবাদ এর সিনিয়র রিপোর্টার রাকিব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আহমাদ সেলিম, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, এনামুল হক রেনু, দৈনিক আমার দেশ এরসিলেট অফিসের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সিলেট ভিউ’র রিপোর্টার কামরুল ইসলাম মাহি। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আলী আহমেদ, কালবেলা প্রতিনিধি গোবিন্দ দেব, আজকের পত্রিকা প্রতিনিধি জুয়েল আহমেদ, মানবজমিন প্রতিনিধি সুমিত রায়, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের রিপোর্টার রুম্মান মিয়া প্রমুখ।