স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ব্রাক্ষনগাঁও গ্রামে এক সংখ্যালঘুর বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর করে স্বনালংকারসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুবৃত্তরা। রাত অনুমান দেড়টার দিকে এঘটনা ঘটে। জানা গেছে, ব্রাক্ষনগাঁও সুবিদপুর গ্রামের সুবোধ চন্দ্র দাসের পরিবারের লোকজন প্রতিদিনের ন্যায় খাওয়া ধাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে অজ্ঞাতনামা দুবৃত্তরা তার বাড়িতে হামলা চালিয়ে সুবোধ চন্দ্রের স্ত্রী মিনতী রানী দাস,ভাই সুনীল দাস, ভাতিজা রাজু চন্দ্র দাস ও সৌরভ দাসকে মারধর করে ঘরে থাকা স্বনালংকারসহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং এসংবাদ লেখার সময় রাত পৌনে তিনটায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর চেস্ঠা চলছে। এঘটনায় রাত পৌনে তিনটায় জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাবে।