সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা আলাগদী গ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফ্রেন্ডস স্টাফ’র আয়োজনে স্থানীয় সাতা পয়েন্টে টুর্নামেন্টের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করীম রিজু।
পরে আলীম উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য
সুবেদুর রহমান মুন্না, পাইলগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল তাহিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা,আলাউর রহমান, আব্দুল আহাদ,আনসার মিয়া,রুনু মিয়া, যুবলীগ নেতা শিক্ষক রাসেল তালুকদার মাষ্টার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাছুম আহমেদ, এলাকার কবির হোসাইন, সাপুর, দিপুল, জাহাঙ্গীর, হেলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা হাবিব জুয়েল প্রমুখ।