স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর এলাকায় মিফতা গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। এ সময় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিশিষ্ট শিক্ষানুরাধী আবু হোরায়রা ছাদ মাষ্টার, সমাজসেবক বজলুর রশীদ চৌধুরী, এডভোকেট জিয়াউর রহিম শাহীন,সাবেক মেম্বার ফিরোজ আলী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়া, টুর্নামেন্টের উদ্যাক্তা মিফতা, মোহাম্মদ সিমন চৌধুরীসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী থেলায় মুখামুখি হয় যুক্করাজ্য থেকে আসা ইংলিশ টিম রির্সাড ও জোর্স জুটি এবং ঢাকা থেকে আগত মিনহাজ ও শুভ জুটি। এতে বাংলাদেশী জুটি ইংলিশ দলের জুটিকে ২ গেইম এ পরাজিত করেছে।
খেলায় ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন জুবায়ের আহমদ অপু।
থেলা উপভোগ করতে শত শত দর্শকদের ঢল নামে।
গত কয়েকদিন ধরেই ব্যাপক প্রচারনা করা হয় দেশী বিদেশী খেলোয়ারদের অংশ গ্রহনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবিবপুর কেশবপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় দেশী-বিদেশী প্রায় ১৬/১৭ টি দল অংশ নিয়েছে।
টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়ানুরাগী
সাহেদ আহমদ,সেলিম আহমদ, শামীনুর রহমান, শফিক আহমদ, শাহ রুহেল, জাহেদ আহমদ, জহিন আহমদ, নাহিদ আহমদ, তাহা আহমদসহ স্থানীয় যুবসমাজ।