স্পোর্টস ডেস্ক:: জগন্নাথপুর পৌর শহরের মোজাফ্ফর মার্কেটে অবস্থিত‘লিজেনড্ ম্যানস ওয়্যার সফ’ নামের একটি আধুনিক ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল। শুক্রবার বিকেলে ফিতা ও কেক কেটে তিনি আনুষ্ঠানিকভাবে এ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় লিজেনড্ ম্যানস ওয়্যার সপ’ এর পরিচালক হুমায়ূন রশীদ, আব্দুস সামাদ, সেজু মিয়া, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ, মোজাফ্ফর মার্কেটের পরিচালক সুয়েব হোসেন, যুবলীগ নেতা লিটন আহমদ, ছাত্রলীগ নেতা ইসলাম উদ্দিন জসিম, আদিল, জুয়েল হোসেনসহ ব্যবসায়ী ও ক্রিড়ামোদি তরুণরা উপস্থিত ছিলেন। জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার আশরাফুলকে এক নজর দেখতে জগন্নাথপুরে ক্রিকেট অনুরাগীরা ভীড় করেন।