স্টাফ রিপোর্টার::: জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরের ব্যবসায়ী ছমির উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।গ্রেফতারকৃতরার হল-সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সতী গ্রামের বরকত উল্লার ছেলে হাবিব উল্লা(২০) ও মেয়ে রাজিনা বেগম(২২), জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের ফায়াজ উল্লার ছেলে লিটন মিয়া(২০)। তাদের মধ্যে হাবিব উল্যাহ ও রাজিনাকে বুধবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। লিটন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার বাদীর মুঠোফোন উদ্ধারের সূত্র ধরে লিটন মিয়াকে আটক করা হয়। অপরদুজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এ ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগে তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।