স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় অবশেষে ডাকাতির মামলা নিল পুলিশ। জগন্নাথপুর টুয়েন্টিফোরডটকমসহ কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় মামলা নেয়নি পুলিশ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার রাতে ঘটনাস্থল সরেজমিনে দেখতে আসেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। তিনি ঘটনার বিস্তারিত শুনে জগন্নাথপুর থানা পুলিশকে মামলা নিতে নিদের্দশ দেন। যার প্রেক্ষিতে ডাকাতির ঘটনায় আহত ছমির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ১২/১৫জনের বিরুদ্ধে ডাকাতির মামলার অভিযোগ দেন। ছমির উদ্দিনের ভাতিজা আমির আলী জানান, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে পুলিশের টনক নড়ে। এর আগে পুলিশ আমাদের নিকট থেকে ডাকাতির মামলা নিতে রাজি হয়নি। এখন আমাদেরকে অভিযোগ দিতে বলায় আমরা মামলা দিয়েছি। জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদীর ডাকাতির অভিযোগপত্রটি প্রাথমিকভাবে এজাহার হিসেবে নেয়া হয়েছে। তদন্ত করে আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ পদক্ষেপ নিব। উল্লেখ্য শনিবার দিবাগত রাত আড়াইটায় পৌর শহরের একতা অটো রাইস মিলের মালিকের বাসায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা পরিবারের লোকজনদের মারধর করে নগদটাকা স্বর্নালংকার ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। এঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্ধেগ দেখা দেয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এনিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
Leave a Reply