Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ব্যবসায়ী হত্যা/ খুনীদের গ্রেপ্তারের দাবি মানববন্ধন

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যবসায়ী মল্লিক আফজল হোসনকে নির্মমভাবে খুনের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার  ( ২২ আগষ্ট) বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে সর্বস্থরের প্রতিবাদী জনতার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জগন্নাথপুরে পৌরসভার এনায়েত নগর এলাকার সালিশি ব্যক্তিত্ব হাসিম উল্লার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সমাজসেবক মতছির আলী, আব্দুল কাহার, আব্দুল আলী, রফিক উদ্দিন, শাহ মাহফুজ করিম, নিহত আফজলের বাবা মল্লিক আকমল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী মল্লিক আফজল হোসনকে নির্মমভাবে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পোষ্ট অফিস মার্কেটের সামনে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী মল্লিক আফজল হোসেন নিহত হন। আফজল জগন্নাথপুর পৌরসভার এনায়েত নগর (মল্লিকপাড়া) গ্রামের  মল্লিক আকমল হোসেনের ছেলে। সেই সময় পুলিশ কর্মবিরতিতে থাকায় ঘটনার দুদিন পর ৭ আগস্ট ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। পরে ১৬ আগস্ট ওই ব্যবসায়ী আফজলের মা আজিদুল বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামী করা হয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত ওই মামলায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Exit mobile version