Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বোরো ধানের বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার জগন্নাথপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুল্লাহ প্রমূখ।
পরে জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৪৫০ জনকে কৃষককে জনপ্রতি ২ কেজি করে বীজ দেয়া হয়েছে।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, জগন্নাথপুরে মোট উপকারভোগি ৩৫০০ জন কৃষকের মধ্যে বীজ বিতরণ শুরু হয়েছে। গতকাল পৌরসভা অঞ্চলের কৃষকদের এ সুবিধা দেওয়া হয়েছে। পর্যাক্রমের ইউনিয়ন পর্য়ায়ৈ বিতরণ করা হবে।

Exit mobile version