Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে “স্মরণসভা”

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে বৈষম্যবিবোধী আন্দোলনের ডাকা জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যত্থানে আহতশহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায়  কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  সুরঞ্জিত কুমার সেন এর  সভাপতিত্বে ও প্রভাষক মোঃ নিয়াজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোঃ আব্দুর রউফ, সমাজবিজ্ঞানের প্রভাষক অশেষ কান্তি দে, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র তুহিনুর রহমান।

সভার  শুরুতে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা  হয়অনুষ্ঠানের শেষে  আহতের সুস্থতা কামনা করে শহীদদের আত্মার শান্তিকামনা করে মোনাজাত পরিচালনা করেন কেশবপুর বাজার জামে মসজিদের সহকারি ইমাম  মাওলানা  আবদুস সালাম এ সময় কলেজের প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য, ফজলুল কাদের চৌধুরী, মোঃ আব্দুল কাহার, মোঃ মশিউর রহমান, নিশি কান্তদাস, আব্দুল বাতেন এবং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

Exit mobile version