স্টাফ রিপোর্টার::
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল বীর শহীদদের রূহের মাগফিরাত কামনায় করে জগন্নাথপুরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার হলিকোনা বাজারে চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুক মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমদ মিটু ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম জাবেদের যৌথ পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, সদস্য রুহেল আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা আরজু মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ তালুকদার, চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজিমুল ইসলাম রাজু, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জিলু মিয়া, মাসুক মিয়া, ছালিক মিয়া, আব্দুল মন্নান, মুজিবুর রহমান, ছুফু মিয়া, আখলাক মিয়া, চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি দিলদার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া, সদস্য আলী আহমদ, সুহেল আহমদ রুবেল, রুহুল আমীন খোকন, বাপ্টু রায়, এনায়েত মিয়া, জাহাঙ্গীর, জামাল উদ্দিন, আমজদ হোসেন, ছাত্রদল নেতা, মনোয়ার হোসেন, মিজানুর রহমান, মিজান মিয়া, হোসাইন, জাহিদ, আরমান প্রমুখ।
পরে দোয়া মাহফিলে মোনাজাত করে মাওলানা হোসাইন আহমদ।