স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজে অনিয়ম দুর্নীতি ও অপরিকল্পিতভাবে নলজুর নদ খননের নামে লুটপাটের প্রতিবাদে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির উদ্যাগে বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌরসভার সামনে দুপুর আড়াই টায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।পরে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক অমিত দেবের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান, হাওর আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হক,জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রবাসী কমিউনিটি নেতা এম এ কাদির,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, নাগরিক ফোরাম আহ্বায়ক নুরুল হক,আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,ব্যবসায়ী শশী কান্ত গোপ, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক কল্যান কান্তি দে, বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব বৈদ্য,পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া,দুর্জয় সাহিত্য সংস্কৃতির ক্রীড়া পরিষদের সভাপতি শামীম আহমেদ, সামাজিক সংগঠন ফেয়ার ফেইসের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,জুয়েল হোসেন প্রমুখ
প্রতিবাদ সভায় হাওর বাঁচাও আন্দোলন যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান বলেন, ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজে পানি উন্নয়ন বোর্ড ও কয়েকটি প্রকল্প বাস্তবায়ন কমিটির গাফিলতি অনিয়ম দুর্নীতির কারণে জগন্নাথপুর উপজেলার বোরো ফসল হুমকির মুখে পড়েছে। আমরা সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এম এ কাদির বলেন, নলজুর নদী খননের নামে যে লুটপাট হয়েছে আমরা এর বিচার চাই । অপরিকল্পিতভাবে নদী কে খাল বানিয়ে সরকারের অর্থ লুটপাটকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জোর দাবি জানাই।
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কারে অনিয়ম দুর্নীতিতে জড়িত ও নলজুর নদী খনন লুটপাটে জড়িত পাউবোর কর্মকর্তা ও সংশ্লিষ্টদের উচ্চ পর্যায়ে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন,সরকার আন্তরিকতার সহিত হাওরের উন্নয়নে বরাদ্দ দিলেও কিছু সংখ্যক দুনীতিবাজদের কারণে তা ম্লান হতে দেওয়া যায় না।
পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মাননীয় প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী বরাবরে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজে অনিয়ম দুর্নীতি ও নলজুর নদী খননে লুটপাটের বিষয়ে পদক্ষেপ নিতে স্মারকলিপি প্রদান করেন।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন আমরা চেষ্টা করেছি শতভাগ সঠিকভাবে কাজ করতে। কোন ধরনের অনিয়ম দুর্নীতি জানা নেই।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, হাওর বাঁচাও আন্দোলন কমিটি ও উপজেলাবাসীর পক্ষে নাগরিকদের স্মারকলিপি পেয়েছি।আমি যথাযথভাবে প্রেরণের উদ্যাগ নিয়েছি।