1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বেড়েছে বিদ্যালয়ে চুরি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

জগন্নাথপুরে বেড়েছে বিদ্যালয়ে চুরি

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে সাম্প্রতিককালে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চুরি ঘটনা বেড়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলার ১২৮ নম্বর ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিনিসপত্র চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী রানী দে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি ছুটি অনুযায়ী গত ১২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর বিদ্যালয়টি বন্ধ ছিল। এ সুযোগে গত ২৭ ডিসেম্বর রাতে ওই বিদ্যালয়ের ২টি ল্যাপটপ, ২টি বিদ্যুতিক পাকা, ওয়াশ ব্লকের ১৬টি পানির কলসহ বেশকিছু জিনিসপত্র চুরি হয়।

এদিকে, সম্প্রতি উপজেলার ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও এ উপজেলায় বাসাবাড়িতে চুরিসহ গরু ও গাড়ি চুরি বেড়েছে।

বিদ্যালয়ে চুরির ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম বলেন, সাম্প্রতিককালে বিদ্যালয়গুলোতে চুরি বেড়েছে। চুরির ঘটনায় পুলিশকে আমরা অবগত করেছি। আশা করছি দ্রুত এসব চুরির ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, বিদ্যালয় চুরির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com