Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র কুমার দেব আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র কুমার দেব সাধন (৮০) আর নেই।

গত সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারী)সকালে তাঁর মরদেহ উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের নিজ বাড়িতে এসে পৌঁছায়। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্ব থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য প্রমুখ। রাষ্ট্রীয় মর্যাদা শেষে বিকেলে নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

Exit mobile version