স্টাফ রির্পোটার : জগন্নাথপুরে বিষ পানে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার নাম জাকির হোসেন (২২)। বুধবার ভোরে সে মারা যায়।
জানা যায়, নেত্রকোনা জেলার বুদু মিয়ার পুত্র জাকির হোসেন পরিবারের লোকজনের সাথে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোণা গ্রামে হবিব মেম্বারের বাড়িতে বসবাস করে আসছিল। মঙ্গলবার লোকজনের অগোছরে বিষ পান করে সে গুরুত্বর আহত হয়। পরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যায়।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’বলেন বিষ পানের কারণ জানা যায়নি।
Leave a Reply