স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষ ঢেলে একটি মৎস্য খামারের কমপক্ষে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় মৎস্য খামারের মালিক থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, খাশিলা গ্রামের শাহিন আহমেদের পারিবারিক মালিকানাধীন মাছের সমন্বিত মৎস্য খামার এগ্রো ফার্ম
রয়েছে। একশ’ বিঘা জমির মধ্য ১০ টি পুকুর এ খামার এবং ৩ বিঘা জমি নিয়ে ছোট মাছের আরেকটি খামার রয়েছে। এই খামারগুলোতে প্রায় ২০ লাখ টাকার মাছ রয়েছে। সোমবার ভোররাতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন খামারে বিষ ঢেলে এ ক্ষতি সাধন করে। খানার মালিক শাহিন আহমেদ জানান,
পাহারাদার কমলা মিয়া সেহরি খাওয়ার জন্য বাড়িতে যান। আর এ সুযোগ দুষ্কৃতিকারীরা মাছের খামারে বিষ প্রয়োগ করে। পাহারাদার ফিরে এসে ঘটনা দেখে শোরচিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত একই গ্রামের আক্তার হোসেন, জুনাব আলী, আংগুর মিয়া ওরফে কালা আঙ্গুর ও ডাকাতি মামলার আসামি মিলিক মিয়া সহ কয়েকজন কে আমরা সনাক্ত করেছি। তাদের অভিযুক্ত করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক দিপঙ্কর জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।