স্টাফ রিপোর্টার:: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এক র্যালী ও আলোচনাসভা শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়। র্যালীটি স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকার প্রধান সড়ক প্রর্দক্ষিন করে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।“ নারী ও শিশু সবার আগে বিপদে- দুর্যোগে প্রাধান্য পাবে” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আব্দুল হাকিম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এখরামুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ ফারুক আহমদ, স্বাস্থ্য সহকারী সঞ্জয় রায়,কেয়ার বাংলাদেশের প্রতিনিধি কিশোর মিশ্র, পরিবার পরিকল্পনা পরির্দশক নগেন্দ্র চন্দ্র দে, পরিবার পরিকল্পনা পরির্দশীকা অর্চনা চক্রবর্তী, পরিবার কল্যাণ সহকারী মিনা রানী সরকার।