Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছিন্নতা অভিয়ান

সবাই থাকি সচেতন, করবো মোরা ডেঙ্গু নিধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুয়ারী ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় আজ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার আটটি ইউনিয়নে একযোগে পরিস্কার পরিচ্ছিন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের তত্ত্বাবধানে

পৌরশহরের ১০টি স্পটে ময়লা আর্বজনা পরিস্কারে একযোগে ১০টি স্বেচ্ছাসেবক দল ময়লা আর্বজনা পরিস্কারে অংশ নেন। হাতে গ্লাভস পড়ে, ঝাড়ু ও বেলছা নিয়ে উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর নেতৃত্বে একটি একদল শহরের পৌর পয়েন্ট এলাকায় অভিযান শুরু করেন। উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোড়, উপজেলা স্বাস্হ্য পরিদর্শক লতিফুল বারীর নেত্বত্বে হাসপাতাল পয়েন্ট এলাকা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ’র নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা,উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারের নেতৃত্বে উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলামের নেতৃত্বে জগন্নাথপুর-সুনামগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিতের নেতৃত্বে জগন্নাথপুর-সিলেট বাস স্ট্যান্ড এলাকা, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন ও পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়ার নেতৃত্বে  জগন্নাথপুর মাছ বাজার এলাকা ও  সাংস্কৃতিক কর্মী নুর আহমদ রুদ্র’র নেতৃত্বে  পরিস্কার পরিচ্ছিন্নতা অভিযান  অনুষ্ঠিত হয়েছে।এসব অভিযানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষার্থীরাও ছিলেন। এছাড়াও জগন্নাথপুর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কর্মসুচি পালন করা হয়েছে। এদিকে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ডেঙ্গু নিয়ন্ত্রন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুল ইলাম মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের মাঠ পরির্দশক আশিষ দেব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। পরে ডেঙ্গু রোধ বিষয়ক শপথ বাক্য পাঠ করা হয়। পরে পরিষদ এলাকায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেঙ্গু রোধে সচেতনার  বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে পরিস্কার পরিচ্ছিন্নতা অভিযান চালিয়েছি। জগন্নাথপুরের একটি পৌরসভার ও উপজেলা আটটি ইউনিয়নের সর্বত্রজুড়ে এধরণের কার্যক্রম চলছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

 

Exit mobile version