স্টাফ রির্পোটার :: মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উদ্যোগে আলোচনা সভা র্যালিসহ বিভিন্ন কর্মীসূচী মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
জগন্নাথপুর ডিগ্রী কলেজ ঃ জগন্নাথপুর ডিগ্রি কলেজ এর উদ্যোগে বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। কলেজের অধ্যক্ষ আবদুর নুরের সভাপতিত্বে ও প্রভাষক নিয়াজ আহমদের পরিচালনায় কলেজের হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য, অশেষ কান্তি দেব, শিক্ষার্থী তানভীর আহমদ, রনি আহমদ, মাছুম আহমদ, জুনায়েদ আহমদ প্রমুখ। পরে ড্রিগী কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্টন অনুষ্টিত হয়। এতে সংগীত পরিবেশে করেন। কলেজের শিক্ষার্থীরা।
শাহজালাল কলেজ ঃ উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে । বুধবার সকালে শাহজালাল মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিষ্টাতা অধ্যক্ষ এম এ মতিন এর সভাপতিত্বে ও প্রভাষক এনামুল কবির এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পেন প্রবাসি কবির আহমদ, যুক্তরাজ্য প্রবাসি রইস উদ্দিন, শিক্ষানুরাগী ফখরুল হাসান, প্রভাষক হাসানুজ্জামান খান, শিব্বর আহমদ, জহিরুল ইসলাম, আবু তাহের রানা, মাহমুদ সুলতান, মহি উদ্দিন মাহি, সাংবাদিক সুহেল হাসান, শির্ক্ষাথী আমির আলি, হাবিবা খানম, জাকির হোসেন, তামান্না বেগম, ইমা, তোফায়েল বিন আইয়ুব, সাদিয়া বেগম, প্রাক্তন শিক্ষার্থী জাহিদ আলম রিয়াদ, লায়েক আহমদ, ফয়ছল আহমদ, আব্দুল হালিম প্রমুখ ।
সোনার বাংলা ঃ উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সামাজিক সংগঠন সোনার বাংলা সংস্থার উদ্যোগে গয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও শিক্ষার্থীরা অংগ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি মামুন আহমদের সভাপতিত্বে, সাধারান সম্পাদক বাপ্টু ঘোষ ও কোষাধক্ষ্য জাকির হোসেনের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোহিত, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হাজী আলা উদ্দিন, অধীর রঞ্জন দাশ, নান্টু লাল ঘোষ প্রমখ। পরে সাংস্কৃতিক অনুষ্টানে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply