স্টাফ রির্পোটার
জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের অস্বাভাবিক শোডশেডিংয়ের কারনে চরম ভূগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। শনিবার দিবাগত রাত ১২.৫০ মিনিটে এ রির্পোট লেখা পর্যন্ত জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
স্থানীয় বিদ্যুৎ অফিস লাইনে মেরামতের কাজ করা হবে শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষনা দেয়। কিন্তু নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। সন্ধ্যায় কিছু সময়ের জন্য জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর পর থেকে বিদ্যুৎ আসা যাওয়া করে। রাত ৯টার পর থেকে টাকা সাড়ে তিন ঘন্টা বিদ্যু সংযোগ বন্ধ ছিল। রাত সাড়ে বারোটায় আবার বিদ্যুৎ সরবরাহ করা হলেও ৫ মিনিট পর আবার বিদ্যুৎ চলে যায়। এতে গ্রাহকের দূর্ভোগ চরমে উঠে।
এব্যাপারে স্থানীয় বিদ্যুৎ প্রকৌশলী জিন্নাত আলীর সঙ্গে বার বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
Leave a Reply