Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে বিদ্যালয়ের ১৪টি তালা ভেঙে চুরি

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কতৃপক্ষ ও এলাকাবাসীরা জানান, বিদ্যালয়ের নতুন ভবনের ১৪টি তালা ভেঙে ১২টি সিলিংফ্যান ও দুটি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।
বিদ্যালয়ের দপ্তরি আকবর আলী মুঠোফোনে বলেন, আমি রাত ১টা পর্যন্ত বিদ্যালয়ে ছিলাম। পরে বাড়িতে চলে যাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্টের রায়ে গত ৫ মাস ধরে আমরা রাতে দায়িত্ব পালন করি না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সায়মা বেগম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বিদ্যালয়ের দপ্তরি মোবাইলে ফোনে আমাকে বিষয়টি জানালে, আমি এসে গ্রামবাসী ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।
এদিকে, খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ বিদ্যালয় পরিদর্শন করেছেন। তিনি বলেন,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে দপ্তরিরা যে শর্তে নিয়োগ পেয়েছেন,সেই মোতাবেক দায়িত্ব পালন করার কথা। হাইকোর্টের রায়ের কোন নির্দেশনা আমরা পাইনি। চুরি ঘটনায় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন
Exit mobile version