স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের কর্মশালা ও প্রবাস বন্ধু ফোরাম গঠন করা হয়েছে। গতকাল রোববার (২৯ ডিসেম্বর ) সকাল ১১টায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে অফিসের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরে সভার সম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট প্রবাস বন্ধু ফোরাম গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে মনোনিত হয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক পদে বাংলাটিভি জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব।
অন্যারা হলেন, সহ-সভাপতি ইউপি সদস্য আমিরুন নেছা, সাংগঠনিক সম্পাদক তপন সেন, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক বিপ্লব দেবনাথ। কমিটিতে সাধারণ সদস্য পদে রয়েছেন খালেদা বেগম।
কর্মশালায় বিভিন্ন প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি সুনামগঞ্জের সাইকোসোশ্যাল কাউন্সেলর শাওন রায়, প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী।
এছাড়াও বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুণরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুণঃরেকত্রীকরণসহ বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোঃ ফজর আলী, মমতা রানী দাশ, আখি রানী দাশ প্রমুখ।