সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের গন্ধর্বপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আলম মজলু (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ফজর আলীর ছেলে।
আজ বুধবার (১২ আগষ্ট) এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে নিজ ঘরের স্ট্যান্ডফ্যানে বিদ্যুতের সুইচে কাজ করছিলেন। হঠাৎ করে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআেই) দ্বিপঙ্কর সরকার জানান, মারা যাওয়া ব্যক্তির স্বজনরা তার মরদেহ থানায় নিয়ে আসেন। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছি। পরিবারের লোকজন জানিয়েছেন,
বাজার থেকে নতুন ফ্যান ক্রয় করে এনে নিজেই ফ্যানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন তিনি।
Leave a Reply