স্টাফ রিপোর্টার:: মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদান দেয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবসের প্রথম প্রহরে জগন্নাথপুর শহীদ মিনারে ঢল নেমেছিল জনতার। পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন, প্রশাসনিক,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার ৩১বার তোপধ্বনি জানানো হয়। এরপর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুরথানা, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর প্রেসক্লাব,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম, বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গসহযোগী সংগঠন, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মনাফ, উদীচি শিল্পীগোষ্টি,খেলাঘর আসর, গনজাগরণ মঞ্চ, জগন্নাথপুর সরকারি সহকারি প্রাথমিক শিক্ষক সমিতি,শ্রমিকলীগ,মৎস্যজীবিলীগ, নবীবলীগ, বাসুদেববাড়ি আমরা ক জন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা প্রশাসনের পক্ষে ছিলেন ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারি কমিশনার ভূমি বিশ্বজিৎ পালসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। জগন্নাথপুর থানার পক্ষে ওসি আসাদুজ্জামান,ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,প্রেসক্লাবের পক্ষে সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের পক্ষে সম্পাদক অমিত দেব, বাতা সম্পাদক আলী আহমদ, স্টাফ রিপোটার আজিজুর রহমান আজিজ, কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি সুহেল হাসান প্রমুখ। পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সাইফুল ইসলাম রিপন ও এলজিইডি অফিসের ধীরেন্ত্র সূত্রধর। সমাপনী বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির। শহীদের স্মরেনে ১ মিনিটি নীরবতা পালন করা হয়।
তীব্র শীত উপেক্ষা করে শহীদ মিনারে দীর্ঘক্ষন শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ফুলে ফুলে ভরে উঠছে শহীদ মিনারের বেদী।
Leave a Reply