Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ‘বিকাশ প্রতারক’ চক্রের স্বামী-স্ত্রীসহ তিন সদস্য আটক

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকা থেকে ‘বিকাশ প্রতারক’ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
আজ বুধবার সুনামগঞ্জের র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) ৯ এর একটি দল জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, হবিবপুরের আব্দুস সামাদের ছেলে ময়নুল হক (২৯), মৃত তাহিরুউল্লার ছেলে হানিফ মিয়া (৩৮) ও তার স্ত্রী পারভিন বেগম (৩৭)।

আজ বিকেলে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ শাখার উপ-পরিচালক লে; কমান্ডার সিঞ্চন আহমদের সাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  বিকাশের মাধ্যমে র্দীঘদিন করে জনসাধারণের সঙ্গে নানাভাবে প্রতারনা করে আসছিল ওই  চক্র। গোপন সংবাদের ভিত্তিত্বে  আজ সকালে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককালে প্রতারক চক্রের নিকট থেকে একটি টেলিফোন, ১২টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই, এটিএম কার্ডসহ নগর এক লাখ ৬৫ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাপিড এ্যাকশন র‌্যাটেলিয়ান (র‌্যাব)-৯ এর সুনামগঞ্জ শাখার উপ-পরিচালক লে; কমান্ডার সিঞ্চন আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version