স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহারপাড়া গ্রামের বাসিন্দা লুৎফুর রহমান কামালীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার কাজে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জগন্নাথপুর থানার এসআইল হাবিবুর রহমান জানিয়েছেন।
জগন্নাথপুরে বিএনপি নেতা গ্রেফতার
