স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সহযোগি সংগঠনের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের পৌরপয়েন্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পৌরএলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা সেলিম আহমদ ও ছাত্রদলকর্মী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম খেজর মিয়া ।
জগন্নাথপুর থানা ওসি কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে নাশকতাসৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদেরকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply